হোম > সারা দেশ > ঢাকা

জবি উপাচার্যের প্রথম কর্মদিবসে ৩ নিয়োগ, ১২ জনের বদলি

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবনিযুক্ত উপাচার্যের প্রথম কার্যদিবসে গুরুত্বপূর্ণ তিনটি নিয়োগ ও ১২ জনের পদে রদবদল হয়েছে। গত বুধবার উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নিয়োগকৃত তিনটি পদ হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীনকে নিযুক্ত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন আদেশ ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে। তাঁদের তিনজনকেই দুই বছরের জন্য নিযুক্ত করা হয়েছে। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের ১২টি পদে রদবদল হয়েছে। উপাচার্য দপ্তরের তিন ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, মো. আল হেলাল উদ্দিন, মোহাম্মদ ইমরান হোসেনকে যথাক্রমে রেজিস্ট্রার দপ্তর, গবেষণা দপ্তর ও হিসাববিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছে। পরিবহন পুলের মোহাম্মদ মনসুর আলমকে উপাচার্য দপ্তরে বদলি করা হয়েছে। গবেষণা দপ্তরের মোহাম্মদ জামাল হোসেনকে উপাচার্য দপ্তরে, রেজিস্ট্রার দপ্তরের অপূর্ব কুমার সাহাকে পরিবহন পুলে, রেজিস্ট্রার দপ্তরের মো. আনোয়ার হোসাইনকে উপাচার্য দপ্তর (পিএস টু ভিসি), সমাজবিজ্ঞান বিভাগের মো. এনামুল হককে কলা অনুষদের ডিন কার্যালয়ে, ডিন কার্যালয় কলা অনুষদের এস এম এনামুল হককে রেজিস্ট্রার দপ্তর (ব্যক্তিগত শাখা), হিসাববিজ্ঞান বিভাগের ময়নাল হককে ভাস্কর্য বিভাগে, রেজিস্ট্রার দপ্তরের রোকসানা আফরোজ রিয়াকে দর্শন বিভাগে এবং রেজিস্ট্রার দপ্তরের ইসরাত জাহানকে সমাজবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছে। 

তাঁদের বদলি আদেশ আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ