হোম > সারা দেশ > ঢাকা

ভোজ্যতেল বিক্রিতে কেউ পাকা রসিদ দিচ্ছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেল বিক্রিতে মিল মালিক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী পর্যায়ে কেউই কাউকে পাকা রসিদ দিচ্ছে না। আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাইকারি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন, ২০০৯ বিষয়ক বৈঠকে এ তথ্য উঠে এসেছে। 

বৈঠকে মৌলভীবাজারের ব্যবসায়ী হারুনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, তিনি শুধু স্লিপ বিক্রি করছেন। অথচ অত্যাবশ্যকীয় পণ্য বিপণন নীতি আদেশ ২০১১ অনুযায়ী সেলস আদেশ কারও কাছে হস্তান্তরযোগ্য নয়। 
 
রাজধানীর নিউমার্কেটে বনলতা মার্কেটের ব্যবসায়ী শফিউল্লাহ বলেন, তিনি মৌলভীবাজারের হাজী মুসলিম স্টোর থেকে পাম তেল কিনেছেন। কিন্তু এর জন্য প্রতিষ্ঠান থেকে কোনো পাকা রসিদ দেওয়া হয়নি। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম শফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আগামীকাল দুপুর আড়াইটায় বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলোর কাছে বিগত তিন মাসের আমদানি পরিশোধন ও বিক্রির তথ্য চাওয়া হয়েছে। 
 
মহাপরিচালক আরও বলেন, বাজারে যে পরিমাণ ভোজ্যতেল সরবরাহ আছে, তাতে আগামী রমজান পর্যন্ত দেশে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা হাত বদলের মাধ্যমে এ দাম বাড়াচ্ছেন বলে তিনি তথ্য-প্রমাণ পেয়েছেন। 

এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন অধিদপ্তরের কাছে সময় দাবি করেন, যেন সবাই পাকা রসিদ নিয়ে ব্যবসা করতে পারেন। পরে অধিদপ্তরের মহাপরিচালক তাঁদের দুই দিনের সময় দেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু