হোম > সারা দেশ > ঢাকা

কুমিল্লায় মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মুত্তাজুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় র‍্যাব-১১ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে নিহত রোকসানা আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর যৌথ বাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কড়ইবাড়ি গ্রামের মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মোবাইল ফোন চুরি ও মাদক কারবারের অভিযোগ তুলে একদল স্থানীয় লোক খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তারকে (৩২) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। একই হামলায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ