হোম > সারা দেশ > ঢাকা

কুমিল্লায় মা-ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার (৫ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মুত্তাজুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় র‍্যাব-১১ ছয়জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে নিহত রোকসানা আক্তারের মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মুরাদনগর থানায় ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর যৌথ বাহিনীর অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কড়ইবাড়ি গ্রামের মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মোবাইল ফোন চুরি ও মাদক কারবারের অভিযোগ তুলে একদল স্থানীয় লোক খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তারকে (৩২) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। একই হামলায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব