হোম > সারা দেশ > ফরিদপুর

দীর্ঘদিন খরার পর ভারী বর্ষণে বেড়েছে আমন রোপণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

দীর্ঘদিন খরার পর ভারী বর্ষণ হওয়ায় ফরিদপুরের সদরপুরের কৃষকদের মাঝে রোপা আমন রোপণে তোড়জোড় পড়েছে। যে হারে রোপা আমন লাগানো হচ্ছে তাতে অনুমান করা হচ্ছে সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে রোপা আমন রোপণে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। মৌসুমের শেষ সময়ে এসে রোপা আমন ধান রোপণে চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার কিছুটা সম্ভাবনা থেকে যায় বলে অনেকে মন্তব্য করছেন। তবে আগামীতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির সম্ভাবনায় কৃষকেরা রোপা আমন চাষে ঝুঁকে পড়েছে বলে অনেকে মন্তব্য করছেন।

ভাসানচর ৩৩ নম্বর ডিগ্রিরচর গ্রামের ওয়াহেদ মোল্লা ও খেজুরতলা গ্রামের ধানচাষি হ‌ুমায়ূন মোল্লা জানান, তাঁরা ৩ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। তেল, সার ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে খরচ বেশি পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তাঁরা। 

উপজেলার পূর্বকান্দি গ্রামের জালাল মাতুব্বর বলেন, ‘এ বছর দেশে খাদ্যঘাটতির আশঙ্কায় অতিরিক্ত জমিতে ধান চাষ করছেন কৃষকেরা। তবে তেল, সার ও কামলার মূল্যবৃদ্ধিতে উৎপাদন খরচ না ওঠার সম্ভাবনা রয়েছে।’ 

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় বলেন, ‘এ বছর সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা প্রায় ৫ হাজার হেক্টর ধরা হয়েছিল। সেখানে গত মঙ্গলবার পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। আরও কিছু জমিতে রোপণ করা হবে।’

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব