হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে আ. লীগ–বিএনপির সংঘর্ষে ১০ জন আহত 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পৌর আওয়ামী লীগের সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। 

এ ছাড়া আজ অবরোধের প্রথম দিনে জেলার কুলিয়ারচরে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের দুজন নিহত হয়েছেন। উভয় পক্ষের অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার সকালে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অবস্থায় নেয়। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্তি সমাবেশ করতে দুর্জয় মোড়ে এলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরে যুবদল নেতা দেলোয়ার হোসেন সুজনের ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে ছাত্রলীগের নেতা–কর্মীরা। 

 এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ সময় ভৈরবে রাজনৈতিক নানা সংকট পার করে এসেছি। আমরা কেউ কারও দলীয় কার্যালয়ে আগ্রাসন চালাইনি। আজ সেই রেকর্ড ভাঙল আওয়ামী লীগ। আমরাও বিষয়টিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।’

তবে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি ভোর থেকে যানবাহন ভাঙচুর ও চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা করেছে। আমরা তাদের অপচেষ্টা সফল হতে দেয়নি। শেষে নিজেরাই দলীয় কার্যালয় ভেঙে এখন আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’ 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ছাড়া মহাসড়কের পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট