হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে দুই কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় পেট্রোল ঢেলে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরীর ঝাঝর এলাকায় বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে ১৪-১৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ঢাকা বাইপাস আঞ্চলিক মহাসড়কে চলন্ত দুটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে। পরে তারা কাভার্ড ভ্যান দুটিতে পেট্রোল নিক্ষেপ করে আগুন দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান দুটি লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় পোশাক আনা-নেওয়া করত। 

এ ব্যাপারে কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যানের চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সাড়ে ৬টার দিকে সাত-আটটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা কাভার্ড ভ্যানের গতি রোধ করে। আমি গাড়ি থামালে তারা ইটপাটকেল ছুড়ে গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে। আমি গাড়ি থেকে নেমে জীবন রক্ষা করি। পরে তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ভাঙা কাচের আঘাতে আমার হাত কেটে গেছে।’ 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মাকসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার