হোম > সারা দেশ > ঢাকা

গোলাম দস্তগীরের কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: সংগৃহীত

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নামে থাকা ১২ কোম্পানির শেয়ার, নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের ও তাঁর তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দস্তগীর ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন। অবরুদ্ধ হওয়া অস্থাবর সম্পদের মূল্য ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬ টাকা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশনা দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার পৃথক পৃথক আবেদনে দস্তগীরের অস্থাবর সম্পদ অবরুদ্ধ ও স্ত্রীসহ তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চান।

আবেদনে বলা হয়, দস্তগীর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এ কারণে তাঁর নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব অবরুদ্ধ ও গাড়ি জব্দ করা প্রয়োজন। একই সঙ্গে স্ত্রীসহ দস্তগীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

এর আগে গত ৫ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গোলাম দস্তগীর গাজী ও তাঁর স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে মামলা করে দুদক। এতে গোলাম দস্তগীর গাজীর ৪৪৮ কোটি টাকার সম্পদের তথ্য উল্লেখ করা হয়। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২৩ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা। আর এসব সম্পদ অর্জনে সহযোগিতা করেন তাঁর স্ত্রী হাসিনা দস্তগীর।

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ