হোম > সারা দেশ > ঢাকা

সীতাকুণ্ডে ছিনতাইকারী থেকে বাঁচতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড বাজারে মাছ বিক্রি শেষে রাতে সিএনজি অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন মাছ ব্যবসায়ী মোহাম্মদ মানা মিয়া (৩৮)। কিছু দূর যাওয়ার পর মহাসড়কের নির্জন স্থানে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীর হাত থেকে বাঁচতে সিএনজি অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ৯টায় সীতাকুণ্ডের পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া গ্রামে। তিনি সীতাকুণ্ডের মহন্তের হাটে মাছের ব্যবসা করতেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে পৌর সদরের মোহন্তের হাটে মাছ বিক্রি শেষে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মনা মিয়া। তাঁদের অটোরিকশাটি মহাসড়কের পন্থিছিলা এলাকা অতিক্রমকালে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় তিনি ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে সিএনজি অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। মহাসড়কের ওপর দিয়ে দৌড়ে পালানোর সময় চট্টগ্রামমুখী একটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিনা ময়নাতদন্তে নিহত ব্যবসায়ীর মরদেহ পেতে তাঁর স্বজনেরা লিখিত আবেদন করেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ