হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের ৩ দিন পর মেঘনায় মিলল মাঝির মরদেহ 

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

নরসিংদী রায়পুরায় নিখোঁজের তিন দিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিম উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেন ছেলে ও পেশায় একজন নৌকার মাঝি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তির মোবাইলে থেকে ভাড়ার কথা বলে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওই সময় তিনি নৌকা নিয়ে সেখান যান। পরে সেখানে তাঁর নৌকা ও পরনের একটি প্যান্ট পাওয়া গেলেও নিখোঁজ ছিলেন ফাহিম। তারপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ফাহিমের সন্ধান পাওয়া যায়নি। 

গত সোমবার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। আজ বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরে নৌ ও রায়পুরা থানা-পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনেরা ফাহিমের মরদেহ শনাক্ত করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 

মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রদ্যুৎ সরকার জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার পরিদর্শন (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে রায়পুরা থানা-পুলিশ ও নৌ পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন তাঁর পরিবার।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ