হোম > সারা দেশ > ঢাকা

সাম্প্রদায়িক সহিংসতার বড় কারণ ভুল তথ্য প্রচার: আর্টিকেল নাইনটিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সাম্প্রদায়িক সহিংসতার বড় কারণ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য প্রচার। যদিও মাত্র ৯৩ শতাংশ মানুষই সামাজিক মাধ্যম থেকে পাওয়া তথ্য বিশ্বাস করেন না। 

মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিনের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। আজ সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। 

আর্টিকেল নাইনটিনের জরিপে দেখা গেছে, ৮৬ শতাংশ মানুষ মনে করেন, সাম্প্রদায়িক সহিংসতার পেছনে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে ভুল তথ্য প্রচার। যাঁরা সামাজিক মাধ্যমে সংবাদ দেখেন, তাঁদের মধ্যে মাত্র ১৬ দশমিক ৩ শতাংশের ভুল তথ্য বোঝার সামর্থ্য আছে। আর ৭৯ দশমিক ১ শতাংশ কখনো কখনো ভুল তথ্য বুঝতে পারেন। কিন্তু সব সময় নয়। 

সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে এমন পাঁচ জেলার ৫০ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এ জরিপ করা হয়। এতে দেখা গেছে, ৭৬ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন সংবাদ দেখেন, পড়েন এবং শোনে। কিন্তু এসব সংবাদ বিশ্বাস করে মাত্র ৭ শতাংশ মানুষ। 

আলোচনা সভায় আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘শুধু ভুল তথ্যই সাম্প্রদায়িক সহিংসতার কারণ, এমন নয়। ফেসবুকে একটা জিনিস বেরিয়েছে, সেটিকে একটা রূপ দিতে হলে তার একটা পরিকল্পনা দরকার, ষড়যন্ত্র দরকার, সংগঠন দরকার, মানুষ দরকার। একটা কিছু ছড়িয়ে গেলেই সব মানুষ মোটিভেট হলো, তা নয়। কেউ না কেউ এর পেছনে কাজ করছে, তারাই সংগঠিত করছে, তারা মোটিভেট করছে। ওই যে একটা জিনিস বেরিয়েছে, সেটাও কিন্তু ওরাই দিয়েছে। ফলে সাম্প্রদায়িক সহিংসতার জন্য একটা সাংগঠনিক চেষ্টা থাকে। এর পেছনে রাজনীতি জড়িত থাকতে পারে, স্থানীয় নির্বাচন জড়িত থাকতে পারে, জমিজমার কারণেও এমনটা হতে পারে।’ 

সাংবাদিক মিথিলা ফারজানা কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘অনেকেই ভাবেন শুধু গ্রামের লোকেরাই যাচাই বাছাই ছাড়া সামাজিক মাধ্যমে যা দেখে তা বিশ্বাস করে। কিন্তু আসলে তা নয়। ঢাকা শহরে প্রাণকেন্দ্রে বসেও অনেকে ভুল তথ্য ছড়ায় এবং তা বিশ্বাস করে। এর ফলে নানা ধরনের ঘটনাও ঘটে, অঘটনও ঘটে।’ 

বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে বিভিন্ন করণীয় তুলে ধরেন। সভায় আর্টিকেল নাইনটিনের কর্মকর্তা এবং সংবাদকর্মীরা অংশ নেন।

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার