হোম > সারা দেশ > ঢাকা

আত্মগোপনে থাকার ৯ বছর পর অজ্ঞান পার্টির সরদার ‘শসা মনির’ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

আত্মগোপনে থাকার নয় বছর পর অজ্ঞান পার্টির সরদার মো. মনির ওরফে মোনারুল ওরফে শসা মনিরকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রোববার সন্ধ্যায় তাঁকে রাজধানীর উত্তরার ডিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ সোমবার এ তথ্য জানিয়েছেন।

এএসপি নোমান আহমদ বলেন, ‘তুরাগের ডিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন-১ থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞান পার্টির সরদারকে মনির ওরফে শসা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ও একটি হাতঘড়ি জব্দ করা হয়েছে। মনির গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কালাম ও মোর্শেদা বেগম দম্পতির ছেলে।’ 

এএসপি নোমান আহমদ আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সরদার গোবিন্দগঞ্জ থানার ২৯ / ১৩ ও জিএআর ১৫৬ / ১৩ মামলা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, অজ্ঞান, ছিনতাই মামলা রয়েছে বলে জানা গেছে।’ 

মনিরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে নোমান আহমেদ বলেন, ‘মনির অজ্ঞান পার্টির সর্দার। তাঁর বাহিনী দীর্ঘদিন যাবৎ শসা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক মেডিসিন প্রয়োগ করে বাসসহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। মনির অজ্ঞান পার্টির গ্রুপের কাছে শসা মনির নামের পরিচিত।’ 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে