হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মুক্তিযোদ্ধাদের সম্মানে ১০ বছর ধরে বিজয় মেজবানি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় মেজবানি অনুষ্ঠিত হয়েছে। ১০ বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বাজারহাটি গ্রামের ইকবাল খানের বাড়িতে এই আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে এই মেজবানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজনে ছিল সবজি, পোলাও রোস্ট, হরেক রকম ভর্তা, মাংস, মাছ, ডাল, দই, মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাবার। এই মেজবানিতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক গল্প শোনাতে প্রতিবছর এই মেজবানির আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এ জেড আসলাম ইকবাল খান কাকন। 

পরে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত তরুণ প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, নজরুল ইসলাম ঠাকুর, আব্দুস সাত্তার, মুজিবুর রহমান, নিহারঞ্জন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা কবি রওশন আলী রুশো প্রমুখ। 

খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমেরিকাপ্রবাসী এ জেড আসলাম ইকবাল খান নিজ উদ্যোগে বিজয় দিবসের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ৯ বছর আগে এই বিজয় মেজবানির আয়োজন শুরু করেন। 

এ বিষয়ে জানতে চাইলে এ জেড আসলাম ইকবাল খান কাকন বলেন, ‘বিদেশে (যুক্তরাষ্ট্র) বাস করি কিন্তু মনটা সব সময় বাংলাদেশেই পড়ে থাকে। মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতি তাঁদের নিকট চিরঋণী। তাঁদের কিছুটা সম্মানিত করতে পারলে মনে শান্তি পাই।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির