হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মুক্তিযোদ্ধাদের সম্মানে ১০ বছর ধরে বিজয় মেজবানি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় প্রতিবছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় মেজবানি অনুষ্ঠিত হয়েছে। ১০ বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বাজারহাটি গ্রামের ইকবাল খানের বাড়িতে এই আয়োজন করা হয়। গতকাল রোববার দুপুরে এই মেজবানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আয়োজনে ছিল সবজি, পোলাও রোস্ট, হরেক রকম ভর্তা, মাংস, মাছ, ডাল, দই, মিষ্টিসহ বিভিন্ন ধরনের খাবার। এই মেজবানিতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক গল্প শোনাতে প্রতিবছর এই মেজবানির আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এ জেড আসলাম ইকবাল খান কাকন। 

পরে সন্ধ্যা পর্যন্ত উপস্থিত তরুণ প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, নজরুল ইসলাম ঠাকুর, আব্দুস সাত্তার, মুজিবুর রহমান, নিহারঞ্জন দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা কবি রওশন আলী রুশো প্রমুখ। 

খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমেরিকাপ্রবাসী এ জেড আসলাম ইকবাল খান নিজ উদ্যোগে বিজয় দিবসের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ৯ বছর আগে এই বিজয় মেজবানির আয়োজন শুরু করেন। 

এ বিষয়ে জানতে চাইলে এ জেড আসলাম ইকবাল খান কাকন বলেন, ‘বিদেশে (যুক্তরাষ্ট্র) বাস করি কিন্তু মনটা সব সময় বাংলাদেশেই পড়ে থাকে। মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতি তাঁদের নিকট চিরঋণী। তাঁদের কিছুটা সম্মানিত করতে পারলে মনে শান্তি পাই।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট