হোম > সারা দেশ > গাজীপুর

পারিবারিক কলহে গৃহবধূ আজিদা বেগমকে হত্যা করেন স্বামী: র‍্যাব

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ আজিদা বেগমকে হত্যা করেছেন স্বামী ইদ্রিস আলী। এ ঘটনায় ইদ্রিস আলী ও তাঁর সহযোগীকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব। 

গতকাল সোমবার সন্ধ্যার দিকে কুমিল্লার কোতোয়ালি থানার বালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নিহতের স্বামী ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর দেওয়া তথ্যমতে, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে সহযোগী মো. রহমত আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। 

নিহতের স্বামী ইদ্রিস আলীর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার উনমান্দি গ্রামে। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। রহমত আলীর বাড়ি নেত্রকোনার সদর উপজেলার জামাদি গ্রামে, তিনি নগরহাওলা গ্রামের বাবুলের মোড় এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন। 

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আট বছর আগে আজিদা বেগমের সঙ্গে বিয়ে হয় ইদ্রিস আলীর। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ লেগে থাকত। এর জেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন ইদ্রিস আলী। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেন ইদ্রিস আলী। স্ত্রীর গলায় ধারালো ছুরি চালান স্বামী এবং তাঁর সহযোগী মুখে বালিশ চেপে ধরেন। এরপর মৃত্যু নিশ্চিত করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান তাঁরা। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তার দুজনকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

গত রোববার সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাবুল খানের ভাড়া বাসা থেকে আজিদা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন শ্রীপুর থানায় নিহতের ছোট ভাই মোস্তাফা কামাল বাদী হয়ে হত্যা মামলা করেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার