হোম > সারা দেশ > ঢাকা

লালবাগ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর লালবাগ থেকে জাহিদ হাসান (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালবাগ হোসেন উদ্দিন ২য় লেনের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

লালবাগ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, গত রাতে খবর পেয়ে জাহিদের মরদেহ উদ্ধার করি। পরিবার থেকে জানা গেছে, জাহিদ বর্তমানে কিছু করতেন না। হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

মৃত জাহিদের বড় ভাই আমির হোসেন মিলন বলেন, আমার ভাই আজিমপুরে রায়হান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করত। বর্তমানে পড়াশোনা বন্ধ। 

তিনি আরও জানান, বাবা-মা দুজনই মারা গেছে। আমরা দুই ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। লালবাগের বাসায় আমার স্ত্রীসহ জাহিদ থাকত। গতকাল বিকেলে জাহিদকে বাসায় একা রেখে আমরা বাইরে ঘুরতে যাই। রাত ৮টার দিকে বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে জাহিদকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। 

মিলন আরও জানায়, এর আগে জাহিদ তাঁর ভাবিকে বলেছিল সে একটি মেয়েকে ভালোবাসে। জাহিদের বন্ধুদের কাছে জানতে পেরেছি ফেসবুকে হতাশাজনক একটি পোস্ট দিয়েছে। ফোনটি লক থাকায় কিছুই দেখতে পারিনি। ফোনটি পুলিশের হেফাজতে আছে। ওপেন করলে সব পরিষ্কার হয়ে যাবে। 

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা