হোম > সারা দেশ > ঢাকা

মুরাদনগরে ধর্ষণ: ভাইয়ের সঙ্গে বিবাদের প্রতিশোধ নিতে ছড়ানো হয় ভিডিও, বলছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে আজ শুক্রবার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব বলছে, শাহ পরান এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তিনি ওই ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। বড় ভাইয়ের সঙ্গে পূর্ববিরোধের প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানায় র‍্যাব।

আজ শুক্রবার (৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।

গ্রেপ্তার শাহ পরান ওই ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই। ছবি: র‍্যাব

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই শাহ পরানই নারীকে মারধর, বিবস্ত্র করা, ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর কাছ থেকে ঘটনার ছবি, ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে শাহ পরান এ ঘটনা ঘটিয়েছেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্রায় দুই মাস আগে পারিবারিক বিষয়ে ফজর আলী ও তাঁর ভাই শাহ পরানের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিবাদের সমাধান করতে গ্রামে সালিস করা হয়। সেখানে বড় ভাই ফজর আলী জনসম্মুখে ছোট ভাই শাহ পরানকে চড়-থাপ্পড় মারেন। এই অপমানের প্রতিশোধ নিতে শাহ পরান এ পরিকল্পনা সাজান।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে