হোম > সারা দেশ > ঢাকা

‘অভিমানে খাওয়া-দাওয়া বন্ধ’, দুই মেয়েসহ মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মা-মেয়েসহ তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তাঁরা হলেন- শাফানা আফিফা শ্যামী (৩৫) ও তাঁর যমজ দুই মেয়ে আয়েশা (১০) ও ফাতেমা (১০)।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম গতকাল রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মুজাহিদুল ইসলাম জানান, উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩নং রোডের ২৮ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে রোববার ভোরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুজাহিদুল ইসলাম বলেন, ‘পারিবারিক অভিমানকে কেন্দ্র করে শাফানা আফিফা শ্যামী নামের ওই নারী কয়েক দিন যাবৎ দুই মেয়েকে সঙ্গে নিয়ে নিজেকে ফ্ল্যাটের ভেতর আবদ্ধ করে রাখেন। তখন তাঁরা রান্নাবান্না ও খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে আশপাশের ফ্ল্যাটের লোকজন পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভবন কর্তৃপক্ষের এক প্রতিনিধি জানান, শাফানা আফিফা শ্যামী নামের ওই নারী পৈতৃক ওয়ারিশসূত্রে ওই ফ্ল্যাটটির মালিক হন এবং দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে বসবাস করে আসছেন। ভাইদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁর মতবিরোধ হয়। যার কারণে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ বন্ধ করে দেন। এতে আর্থিকভাবে সমস্যাগ্রস্ত হন তিনি। নিজ ফ্ল্যাটের ইউটিলিটি বিলসহ কয়েক মাসের সার্ভিস চার্জ পর্যন্ত পরিশোধ করতে পারছিলেন না তিনি।

অপর দিকে ওই নারীর স্বজনদের দাবি, আফিফা মানসিক সমস্যায় ভুগছেন। আফিফা স্বজনদের কারও কথা না শোনায় স্বজনদের কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করতেন না। এসব বিষয়ে তারকিন আহমেদ নামের ভুক্তভুগীর আপন ভাই বলেন, ‘আফিফা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। কোনো মানুষকেই ও (আফিফা) বিশ্বাস করতে পারে না। শুনেছি আফিফা অসুস্থ হয়েছে। ঢাকার বাইরে আমার কাজ থাকায় আমি দেখতে যেতে পারিনি। তবে আমার অন্য ভাইদের বিষয়টি জানিয়েছি।’ 

গতকাল বিকেলে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের ৪র্থ তলার একটি ওয়ার্ডে দুই কন্যাসন্তানসহ ওই নারীর চিকিৎসা চলছে। আয়েশা ও ফাতেমা নামের তাঁর দুই অবুঝ সন্তান ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে। কথা বলতে চাইলে ওই নারী শুধুই কাঁদছেন। স্বজনদের কেউই রাত আটটা পর্যন্ত তাঁদের দেখতে আসেননি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ