হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রমনায় মোটরসাইকেলের ধাক্কায় প্রবাসী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রমনা সুগন্ধা মোড়ে মোটরসাইকেল ধাক্কায় জোসেফ গোমেজ (৫৭) নামে অস্ট্রেলিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক এবং আরোহী আহত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। 

রমনা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, রমনা সুগন্ধা মোড়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জোসেফ গোমেজ নামে ওই ব্যক্তি। এতে ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহীও সামান্য আহত হন। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক রেদওয়ান (২০) ও আরোহী জুনায়েদ হোসেন শাহেলকে (২০) চিকিৎসা শেষে আটক করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। 

জোসেফ গোমেজের বড় ভাই জনি গোমেজ জানান, তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোলাশীকান্দা গ্রামে। জোসেফ স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া থাকেন। তিন মাস আগে তিনি দেশে আসেন। জনির সঙ্গে কাকরাইল সেক্রেটারি রোডের বাসায় থাকতেন। আবার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা ছিল। রাতে পুলিশের মাধ্যমে তাঁরা খবর পান, রমনায় মোটরসাইকেল ধাক্কায় আহত হয়েছেন ছোট ভাই জোসেফ। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ভাইকে মৃত অবস্থায় পান।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক