রাজধানীর রমনা সুগন্ধা মোড়ে মোটরসাইকেল ধাক্কায় জোসেফ গোমেজ (৫৭) নামে অস্ট্রেলিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক এবং আরোহী আহত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
রমনা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল জানান, রমনা সুগন্ধা মোড়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জোসেফ গোমেজ নামে ওই ব্যক্তি। এতে ছিটকে পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহীও সামান্য আহত হন। খবর পেয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক রেদওয়ান (২০) ও আরোহী জুনায়েদ হোসেন শাহেলকে (২০) চিকিৎসা শেষে আটক করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
জোসেফ গোমেজের বড় ভাই জনি গোমেজ জানান, তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোলাশীকান্দা গ্রামে। জোসেফ স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া থাকেন। তিন মাস আগে তিনি দেশে আসেন। জনির সঙ্গে কাকরাইল সেক্রেটারি রোডের বাসায় থাকতেন। আবার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা ছিল। রাতে পুলিশের মাধ্যমে তাঁরা খবর পান, রমনায় মোটরসাইকেল ধাক্কায় আহত হয়েছেন ছোট ভাই জোসেফ। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ভাইকে মৃত অবস্থায় পান।