হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে মাঠে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই।

নিহত শিশুরা হচ্ছে জিওধারা গ্রামের কবীর হোসেনের ছেলে আবদুল আজিজ (৩) এবং তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)। 

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে ছেলেদুটি পরিবারের সঙ্গে খাবার খেয়ে মাঠে খেলতে বের হয়। মাঠের এক পাশে মাটি তুলে রাখা গর্তে বৃষ্টির পানি জমে ছিল। সবার অগোচরে সেখানে পড়ে বাচ্চা দুটি মারা যায়। 

নিহতের পরিবার জানায়, দুপুরে পরিবারের সঙ্গেই খাবার খেয়েছিল তারা। এরপর বাইরে বের হওয়ার পর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল সাড়ে ৪ টায় পানিভর্তি গর্তে একটি শিশুর জুতা ভাসতে দেখা যায়। পরে সেখানে নেমে পুরো গর্ত তল্লাশি করে তাদের দুজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, ‘আমাদের কাছে এমন কোনো তথ্য আসেনি। খোঁজ নিয়ে দেখতে হবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির