হোম > সারা দেশ > ঢাকা

পিআইবিতে বিক্ষোভ, দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে ডিজির চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে দীর্ঘদিনের বৈষম্যের শিকার কর্মীরা। এদিকে আজ মঙ্গলবার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন পিআইবির ডিজি।

আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগের পাশাপাশি পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, আরেক পরিচালক (প্রশিক্ষণ) কে এম সাখাওয়াত মুন, ক্যাশিয়ার মো. আলী হোসেন এবং প্রটোকল অফিসার মাসুদ-এ-হাসানের অপসারণের দাবি জানিয়েছেন।

দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস রোড একবার ঘুরে পিআইবি চত্বরে এসে শেষ হয়। মিছিলে আন্দোলনকারীরা নানান স্লোগান দিতে থাকেন। এ সময় পিআইবির ডিজির ঘনিষ্ঠ কয়েকজনকেও মিছিল করতে দেখা যায়।

পিআইবিতে দীর্ঘ ২০ বছর প্রশিক্ষক হিসেবে কর্মরত পারভিন সুলতানা রাব্বি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সিন্ডিকেট করে কতিপয় ব্যক্তি পকেট ভরিয়েছে। একই ব্যক্তি তিনটি পদে ভাতা ও সুযোগ-সুবিধা নিয়েছে। আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদের আয়নাঘরের মতোই জুলুম-নির্যাতন করা হয়েছে।’

বিক্ষোভে অংশ নেওয়া পিআইবির রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, ‘জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তাঁর ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন-২০১৮ অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।’

পিআইবিতে ২৯ বছর ধরে কর্মরত মিজানুর রহমান সরকার আজকের পত্রিকাকে জানান, তিনি হিসাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় জাফর-জাকির গং কোনো বোর্ড মিটিং করতে দেয়নি। তারা অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনেক টাকা লুটপাট করেছে।

এদিকে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর এক পত্রের মাধ্যমে মহাপরিচালক পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন জাফর ওয়াজেদ। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে আজ ১৩ আগস্ট থেকে মহাপরিচালক, পিআইবি পদে দায়িত্ব পালনে আমার অপারগতা গ্রহণ করে বাধিত করবেন।’

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে