হোম > সারা দেশ > মানিকগঞ্জ

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

এক ভোটে হেরে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, প্রিসাইডিং অফিসারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে পরাজিত ইউপি সদস্য মো. ফারুক হোসেন ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার রাতে মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার হরগজ ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ সোমবার সাটুরিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম। 

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোটের ফলাফল প্রকাশ করার পর প্রিসাইডিং কর্মকর্তার গাড়িটি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর ফারুকসহ তাঁর সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পালসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের উদ্ধার করেন। 

হরগজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরপাড়া গ্রামের মেম্বার প্রার্থী মো. ফারুক হোসেন মোরগ প্রতীক ও মোশাররফ হোসেন টিউবওয়েল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউবওয়েল প্রতীকে মোশাররফ হোসেন পান ৫৪৩ ভোট ও প্রতিদ্বন্দ্বী ফারুক পান ৫৪২ ভোট। ১ ভোটে জয়ী হন মোশাররফ। 

প্রিসাইডিং কর্মকর্তা সঞ্জয় পাল জানান, দুই প্রার্থীর মধ্যে গণনায় ১ ভোটের ব্যবধান হয়। তাই পুনরায় কয়েকবার ভোট গণনা করা হয়। পরে ১ ভোটে টিউবওয়েল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। 

প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘ভোটের ফলাফল প্রকাশ করার পর আমাদের গাড়ি ভোটকেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পরই ফারুকসহ তার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে আমিসহ আরও ৪ পুলিশ সদস্য আহত হই। পরে অতিরিক্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে’ 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, ‘এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট