হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কে পিকেটিংয়ের সময় যুবদল নেতাসহ আটক ৩ 

গাজীপুর প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে গাজীপুরে মহাসড়কে পিকেটিং করার সময় যুবদলের নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর কৃষি গবেষণা আবাসিক এলাকায় অবরোধ কর্মসূচি চলাকালে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলা যুবদলের নেতা নাজমুল ইসলাম (৩৪), গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন উত্তর ধীরাশ্রম এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. শাহাদাত হোসেন (৩৯) ও রংপুর সদর থানার মমিনপুর এলাকায় মৃত মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী। তাঁরা সবাই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

র‍্যাব-১-এর গাজীপুর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে কিছু উচ্ছৃঙ্খল জনতা সমবেত হয়। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। যানবাহনে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে—এমন সংবাদে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবরোধের পক্ষে কাজ করে জননিরাপত্তার হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নাজমুল ইসলাম কুষ্টিয়া জেলা যুবদলের নেতা। তিনি গাজীপুরে আত্মগোপনে ছিলেন। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ