হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন।

বরপা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকালে হটাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এরপরই অন্তিম কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানার পাশের রাস্তায় ভবনের দেয়াল ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণে আগুন লেগে কাপড় ও মেশিনারিজ পুড়ে যায় এবং একটি দেয়াল ভেঙে যায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার ভবনের সপ্তম তলা সুইং সেকশন। বন্ধের দিনে দরজা-জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। সেকশনের একটি দেয়াল ভেঙে পড়ে। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও মেনিশারিজ পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, কারখানায় বিস্ফোরণ ও আগুনের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোরের একটি দেয়াল ভেঙে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ তদন্ত করে বলা যাবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু