হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বরপা এলাকায় অন্তিম নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন।

বরপা এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সকালে হটাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এরপরই অন্তিম কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানার পাশের রাস্তায় ভবনের দেয়াল ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণে আগুন লেগে কাপড় ও মেশিনারিজ পুড়ে যায় এবং একটি দেয়াল ভেঙে যায়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, কারখানার ভবনের সপ্তম তলা সুইং সেকশন। বন্ধের দিনে দরজা-জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। সেকশনের একটি দেয়াল ভেঙে পড়ে। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও মেনিশারিজ পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, কারখানায় বিস্ফোরণ ও আগুনের খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোরের একটি দেয়াল ভেঙে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্ফোরণের কারণ তদন্ত করে বলা যাবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট