হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, দুই জনের মৃত্যু

প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের নয়াবাড়ি এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এঘটনায় হুমায়ুন কবির (৪২) ও ফারুক হোসেন (৩২) নামে দুই অ্যাম্বুলেন্সের যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন রোগীসহ আরও তিন জন।

নিহত হুমায়ুন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার জানু মোল্লার ছেলে এবং নিহত ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালামের ছেলে।

জানা যায়, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন নিয়ে উল্টোপথে মদনপুরের দিকে যাচ্ছিল। এ সময় নয়াবড়ি এলাকায় আসলে অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই হুমায়ুন কবির মারা যান। গুরুত্বর আহতাবস্থায় ফারুক হোসেনকে মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে আজ একটি অ্যাম্বুলেন্সের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় সামনে উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি