হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, দুই জনের মৃত্যু

প্রতিনিধি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের নয়াবাড়ি এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এঘটনায় হুমায়ুন কবির (৪২) ও ফারুক হোসেন (৩২) নামে দুই অ্যাম্বুলেন্সের যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন রোগীসহ আরও তিন জন।

নিহত হুমায়ুন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার জানু মোল্লার ছেলে এবং নিহত ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালামের ছেলে।

জানা যায়, পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন নিয়ে উল্টোপথে মদনপুরের দিকে যাচ্ছিল। এ সময় নয়াবড়ি এলাকায় আসলে অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই হুমায়ুন কবির মারা যান। গুরুত্বর আহতাবস্থায় ফারুক হোসেনকে মদনপুর বারাকা হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে আজ একটি অ্যাম্বুলেন্সের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় সামনে উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ