হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, আক্রান্ত আরও ৯৮ জন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকা ও বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই দুজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও বরিশাল বিভাগে আরেকজন। আর সারা দেশে আক্রান্ত হয়ে ৯৮ জন ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ৯৮ জন রোগী নতুন ভর্তি হয়েছেন। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ জুলাইয়ের তথ্য অনুযায়ী ৫৩ জন মারা গেছেন। আর এ সময়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৪৯৬ জন। এসব রোগীর মধ্যে ৬৮ দশমিক ০৪ শতাংশ পুরুষ ও ৩১ দশমিক ০৬ শতাংশ নারী। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মৃত্যু হওয়া ৫৩ জনের মধ্যে ৩৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। পাঁচজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৯ জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম সিটিতে একজন এবং সিটির বাইরে পাঁচজন। 

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে এক হাজার ৫৬৬ জন, এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এক হাজার ২৬০ জন ও ঢাকা উত্তরে ৮৮৩ জন।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা