হোম > সারা দেশ > ঢাকা

সাভারে নীলা হত্যা মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সোমবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নীলার বাবা নারায়ণ রায়ের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। বিচারক ফেরদৌস ওয়াহিদের বাবলার বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আগামী বছর ২০ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। 

এই মামলার আসামিগণ হলেন—মিজানুর রহমান চৌধুরী এবং তাঁর সহযোগী সেলিম পাহলান ও সাকিব হোসেন। এর আগে, ২০২১ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস ১৩ জনকে সাক্ষী করে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করেন মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে কাছেই নিজের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজান। ওই দিন রাতেই নীলাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এই হত্যাকাণ্ডের পরদিন ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় মিজানুর রহমানকে।  

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ