হোম > সারা দেশ > ঢাকা

প্রাইভেটকার থেকে হাত–পা বাঁধা প্রবাসী উদ্ধার: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগ থানা এলাকায় প্রবাসী মো. শরিফুলকে প্রাইভেটকারে জিম্মি করে অর্থ আত্মসাৎ ও মারধরের ঘটনায় গ্রেপ্তার ৪ আসামিকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন—মো. সুদেব, তামিম চৌধুরী, আবু সাঈদ ও ফিরোজ আশরাফ হিমু। 

বিকেলে চারজনকে আদালতে হাজির করে তুরাগ থানা-পুলিশ। একই সঙ্গে তাঁদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার দুপুর ১টায় তুরাগ থানা এলাকার চেকপোস্টে প্রাইভেটকার সিগনাল দেয় পুলিশ। তবে চালক গাড়িটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন প্রাইভেটের ভেতর থেকে একজন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। পরে পুলিশ এগিয়ে এসে প্রাইভেটকারটি আটক করে ও ভেতরে হাত পা বাঁধা অবস্থায় থাকা জিম্মিকে উদ্ধার করে। 

উদ্ধার শরিফুল তুরাগ থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীকে কালশী এলাকা থেকে কৌশলে গাড়িতে উঠিয়ে জিম্মি করে আসামিরা ৷ এরপর নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর আরও এক লাখ ৫০ হাজার টাকা আদায়ের জন্য ভুক্তভোগীর আত্মীয়-স্বজনকে ফোন করে তাঁরা। শরিফুলকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন