হোম > সারা দেশ > ঢাকা

তেলের রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তরুণের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে তেলের রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কোনো অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতা মো. অলিউল্লাহ অলি তেল পাম্পটি পরিচালনা করে আসছে। 

মৃত তরুণের নাম সাজ্জাদ হোসেন রানা (১৯)। রানা উপজেলার জাঙ্গালিয়ার নরুন এলাকার ওসমান আকন্দের ছেলে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ওই পাম্পে বিক্রয় কর্মীর দায়িত্ব পালন করছিলেন। 

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। 

স্থানীয়রা জানান, পাম্পের বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও দলীয় প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে ওই ব্যবসা পরিচালনার করে আসছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলিউল্লাহ অলি। এমনকি বিভিন্ন সময় উপজেলা প্রশাসন জরিমানা ও সিলগালা করলেও তার তোয়াক্কা না করে ওই পাম্প পরিচালনা করে আসছিলেন। 

মৃতের ভাই মো. মোতালিব হোসেন বলেন, ‘আমার ভাই ওই পাম্পে বিক্রয় কর্মীর কাজ করত। গতকাল সন্ধ্যায় রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় সাজ্জাদ অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

অভিযোগের বিষয়ে অলিউল্লাহ অলি বলেন, ‘আমার পাম্পের অনুমোদন রয়েছে তবে বিস্ফোরক লাইসেন্স নেই। এর জন্য আমি আবেদন করেছি। সাজ্জাদ আমার পেট্রল পাম্পে কাজ করত। শনিবার সন্ধ্যায় পাম্পের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সে ভেতরে পড়ে গেলে লোকজন নিয়ে ট্যাংক খুলে তাকে উদ্ধার করি। পরে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা ভুক্তভোগী পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি যাতে তারা পুনর্বাসিত হতে পারেন।’ 

রিজার্ভ ট্যাংক মাটির নিচে থাকার কথা থাকলেও কোনো তা মাটির ওপরে রেখে ব্যবসা পরিচালনা করছেন তা জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি আওয়ামী লীগের ওই নেতা। 

ওসি আলাউদ্দিন বলেন, ‘দুপুরে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল