হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক, ঢাকা

গুলশানের ১২ তলা একটি ভবনের ১০ তলা থেকে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২-এর ৪১ নম্বর রোডের ৪৮/এ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন গুলশান থানার এসআই শিল্পী আক্তার।

এসআই শিল্পী আক্তার জানান, ১২ তলা ভবনের ১০ তলাতে ওই স্কুলছাত্রীর বাবা গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিম থাকেন। সানা গতকাল সন্ধ্যায় বাবার বাসায় আসে থাকার জন্য। রাত আড়াইটার দিকে বাসার নিচে শব্দ হয়। প্রথমে নিরাপত্তাকর্মী মেহরাব হোসেন ফ্লোরে রক্তাক্ত অবস্থায় ওই মেয়েকে দেখতে পান। পরে বাবা রেজওয়ান সেলিম মেয়ের মরদেহ দেখতে পান। 

শিল্পী আক্তার বলেন, ‘সানার মা কানিজ আফরোজ সুমি বাসায় ছিলেন না। সানার বাবা-মায়ের মধ্যে ঝগড়ার কারণে মা অন্যত্র থাকেন। সানা উত্তরার সানবীমস নামের ইংলিশ মিডিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’ সানার ফুফু মাহপার সেলিম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে স্বজনেরা মরদেহ নিয়ে যান। এ সময় মর্গে সানার কোনো স্বজন কথা বলতে রাজি হননি। 

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার