হোম > সারা দেশ > গাজীপুর

বাগানের ভেতর ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

গাজীপুরের শ্রীপুরে বাড়ির দুই কিলোমিটার দূরের বাগানের একটি গাছ থেকে হাবিবুল বাসার প্রধান (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত হাবিবুল বাসার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের খাইরুল প্রধানের ছেলে। তিনি কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করতেন। 

নিহতের বাবা খায়রুল প্রধান জানান, হাবিবুল কাওরাইদ বাজারে ওষুধের ব্যবসা করত। প্রতিদিন রাতেই ব্যবসা শেষে বাড়ি ফিরে আসত। কিন্তু গত রাতে বাড়ি না আসায় বাড়ি থেকে বাজারে গিয়ে দেখি দোকান খোলা রয়েছে। এরপর মধ্যে রাত পর্যন্ত খোঁজেও কোন সন্ধান পায়নি ছেলের। 

নিহতের ভাই আল আমিন জানান, গত কিছুদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল। এর জেরে দুই সন্তান নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হতো। কোনো একটি বিষয় নিয়ে পারিবারিক অশান্তি হচ্ছিল তাদের পরিবারে। 

শ্রীপুর মডেল থানার এসআই কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ বাগান থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’ 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ