হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় ১০ পোশাক কারখানা অনির্দিষ্টকাল বন্ধ

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও কারখানা ভাঙচুরের ঘটনায় ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শুক্রবার রাতে বন্ধের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। 

শিল্প পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার আশুলিয়া এলাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিমিটেড, এআর জিনস প্রোডিউসার, আগামী অ্যাপারেলস লিমিটেড, দি রোজ ড্রেসেস, পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়ার লিমিটেডসহ মোট ১০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

এদিকে বৃহস্পতিবার বিজিএমইএ সব পোশাক কারখানাকে নির্দেশনা দেয়, যেসব শ্রমিকেরা কারখানায় গিয়েও কাজ করা থেকে বিরত থাকবেন বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবেন, সেসব কারখানার মালিকেরা বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন। একই সঙ্গে দেশের সব পোশাক কারখানায় সব ধরনের নিয়োগ বন্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। 

এদিকে আশুলিয়ার চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সড়কে র‍্যাবের পাশাপাশি আছে বিজিবিও। 

এসপি মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমি আশুলিয়ার ১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের তথ্য পেয়েছি। আগামীকালও (শনিবার) আমরা সতর্ক অবস্থানে থাকব। শিল্প পুলিশের ৭৫০ সদস্য সাভার-আশুলিয়ায় ডেপ্লয় করা আছে। এ ছাড়া বিজিবি, থানা-পুলিশ ও র‍্যাবও আমাদের সহায়তা করছে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক