নারায়ণগঞ্জের ফতুল্লা কাঠেরপুল এলাকায় মোতালেব মনোয়ারা কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। আজ সোমবার সকালে হঠাৎ ভবনটি কেঁপে উঠে এক পাশে দেবে যায়। পরে এই ফাটলের তৈরি হয়। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকেরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করে।
কারখানার শ্রমিকেরা জানায়, ভবনটি বেশ পুরোনো। এর ভেতরেই ভবনের নিচ তালায় মেরামতের কাজ চলছিল। সকালে কাজ শুরুর কিছু সময় পরেই ভবনটি হঠাৎ কেঁপে উঠে। নিচতলায় দেয়াল একপাশে দেবে গিয়ে ফাটল দেখা দেয়। পরে শ্রমিকেরা প্রাণভয়ে নেমে এসে হইচই শুরু করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের হাজিগঞ্জ স্টেশনের সিনিয়র অফিসার ওবাইদুল ইসলাম জানান, কারখানার ভবনটি বেশ পুরোনো। ভবনের নিচ তালায় সংস্কার কাজ চলছিল। এ অবস্থায় হঠাৎ ভবনটি দেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে। আপাতত কারখানার শ্রমিকদের কর্মবিরতিতে রাখা হয়েছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে পরামর্শ করে তারপর ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।