হোম > সারা দেশ > ফরিদপুর

নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে হেদায়েত মুন্সী (০৬) এক বাক্‌প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। 

হেদায়েত উপজেলার ফুকরা গ্রামের মাছ ব্যবসায়ী ইনামুল মন্সীর ছেলে। চার সন্তানের মধ্যে হেদায়েত ছিল মেজো। সে কথা বলতে পারত না। 

নিহত শিশুর চাচা হাফেজ শফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে আসে হেদায়েত। তখন আক্তার বাড়ির উঠানে বসে রুটি খাচ্ছিল। এ সময় হেদায়েতের হাতে একটি রুটি তুলে দেন তিনি। সবার অজান্তে ওই রুটি খেতে খেতে বাড়ির পাশে পুকুর পাড়ের দিকে চলে যায় সে। তারপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা তাকে খুঁজতে প্রথমে এলাকায় মাইকিং করি। পরে আমরা পুকুর পাড়ে গিয়ে দেখি রুটিটা পানিতে ভাসছে, কিন্তু হেদায়েত কোথাও নেই। আমরা কয়েকজন পানিতে নেমে জাল ফেলে তাকে উদ্ধারের চেষ্টা করি। তাও তাকে খুঁজে না পেয়ে সালথার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরাও পানিতে নেমে তাকে খুঁজে পায়নি। পরে দুপুর দেড়টা দিকে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে হেদায়েতের মরদেহ উদ্ধার করে।’ 

এদিকে মরদেহ উদ্ধারের সময় পুকুর পাড়ে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। মরদেহ উদ্ধারের পরেই স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে শিশুটি উদ্ধারে ওই পুকুরে তল্লাশি চালাই। স্থানীয়দের সঙ্গে নিয়ে জাল ফেলেও তল্লাশি করা হয়। এতেও তাকে খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দিয়ে এনে মরদেহ উদ্ধার করি।’ 

মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মাহাতাব উদ্দীন বলেন, ‘খবর পেয়ে মাদারীপুর থেকে আমরা ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছি। মরদেহ এখন তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি