হোম > সারা দেশ > গাজীপুর

ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদ নগর দুই নম্বর ব্লকে এক সংবাদ সম্মেলন একথা বলেন নির্যাতনের শিকার কিশোরী মা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে টঙ্গীর লেদু মোল্লা রোড এলাকায় এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গীর এরশাদ নগর এলাকায় চার নম্বর ব্লকের বাসিন্দা সাব্বিরকে অভিযুক্ত করে পরদিন থানায় মামলা দায়ের করে কিশোরীর পরিবার। পরে সাব্বিরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। 

এতেই ক্ষিপ্ত হয় সাব্বিরের বড় ভাই শামীম, শাহিন ও শাহিনুর প্রতিনিয়তই মামলাটি তুলে নিতে আমার মেয়েকে হত্যা করার হুমকি দিয়ে আসছে। 

তবে এ বিষয়ে জানতে ফোন দিলে সাব্বিরের বড় ভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট