হোম > সারা দেশ > ঢাকা

জলাবদ্ধতা নিরসন কাজের সুফল আগামী বছর থেকে পাবে নগরবাসী : মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। এ বছর সেই কাজের সুফল না পেলেও আগামী বছরগুলোয় নগরবাসী তা পাবে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডে টিকাটুলি পার্ক উদ্বোধন শেষে তিনি এমন দাবি করেন।

মেয়র তাপস বলেন, ভারী বৃষ্টি হলে তিন ঘণ্টা এবং স্বাভাবিক বৃষ্টি হলে এক ঘণ্টার মধ্যে জলজট নিরসনের লক্ষ্যে কাজ করা হচ্ছে। অবকাঠামো উন্নয়নের যে কাজগুলো হাতে নেওয়া হয়েছে তা শেষ হলেই নগরবাসী সম্পূর্ণ জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবে।

মতিঝিল এলাকার জলাবদ্ধতা প্রশ্নে মেয়র বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছিল, সে কাজটি ঠিকাদার সময়মতো শেষ করেনি। আমি দায়িত্ব পাওয়ার পরই কাজ সময়মতো শেষ না করায় ঠিকাদারকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শেষ করা হয়েছে। এ ছাড়া ফকিরাপুলের টয়েনবি সার্কুলার রোডে জলাবদ্ধতা নিরসনেও কাজ চলছে। এগুলো শেষ হলে জলাবদ্ধতা থাকবে না বলে জানান তিনি।

লকডাউনে সরকারি বিধিনিষেধ মানাতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত থাকবেন। এ ছাড়া প্রজ্ঞাপন হাতে পেলে পরবর্তী করণীয় সিটি করপোরেশন নির্ধারণ করবে বলে জানান মেয়র।

মেয়র বলেন, টিকাটুলির এই মাঠে খেলার কোনো পরিবেশ ছিল না। এখন খেলার পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকে মাঠটি উন্মুক্ত করা হলো। এখন থেকে ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারবে। এভাবে নির্বাচনী ইশতেহার পূরণে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তাপস বলেন, ‘আমাদের সন্তানদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করতে চাই।’

এর আগে মেয়র ডিএসসিসির ১৩ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পরে ফকিরাপুলে জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শন ও আজিমপুরের ২৩ নম্বর ওয়ার্ডে শিশুপার্কের উদ্বোধন করেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির