জীবনের নতুন অধ্যায়ের শুরু করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। আজ শুক্রবার বাদ আসর তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী কাঁকন ভূঁইয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ‘মসজিদুল জামিয়া’তে আল নাহিয়ান খান জয়ের বিবাহ সম্পন্ন হয়।
জানা গেছে, পাত্রী কাঁকন ভূঁইয়া ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন। তাঁর বাড়ি কুমিল্লায়।
আক্দ অনুষ্ঠানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। আক্দ সম্পন্নের পর সবার কাছে দোয়া চান জয়।
উল্লেখ্য, সম্প্রতিই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির পদ ছাড়েন জয়। জয়ের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নে। বরিশাল জিলা স্কুলে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতিতে জয়ের হাতেখড়ি। উপজেলা ছাত্রলীগেও সম্পৃক্ত ছিলেন তিনি। ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন আল নাহিয়ান খান জয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক এবং পরবর্তীকালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপরই ডাক পান কেন্দ্রীয় কমিটিতে। সোহাগ-জাকির কমিটিতে আইনবিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি। শোভন-রাব্বানী কমিটির পর সামনে উঠে আসেন তিনি।