হোম > সারা দেশ > মাদারীপুর

যুবককে মোবাইলে ডেকে ২ হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি

মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে মাদারীপুরে সবুজ মৃধা নামে এক যুবকের দুই হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।  আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের (মেডিকেল অফিসার) চিকিৎসক শাওলীন আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আহত যুবকের দুই হাত ও পায়ের ৯০ ভাগ কেটে ফেলেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ, আহতের পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার বাদশা মৃধার ছেলে সবুজ মৃধা (৩০) মঙ্গলবার বিকেলে মোবাইলে জরুরি কল পেয়ে বাসা থেকে বের হয়ে যান। রিকশা করে শহরের লঞ্চঘাট এলাকায় যাওয়ার পথে পৌরসভার বটতলা এলাকায় আসলে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে ফেলে তারা।

এ সময় সবুজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় সবুজকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত সবুজের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতও আছে।

আহত যুবকের বাবা বাদশা মৃধা বলেন, ‘আমার ছেলের ওপর হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করে বিচার চাই। এভাবে আমার ছেলের ওপর হামলা করেছে, তা মেনে নেওয়া যায় না।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু