দুই বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। আবেদনে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিতের পাশাপাশি জামিনও চাওয়া হয়েছে।
আজ সোমবার আপিল দায়েরের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তাঁদের আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া।
রুহুল আমিন বলেন, ‘১৪ সেপ্টেম্বর সাইবার ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন, সেই সাজা বাতিল চেয়ে আপিল দায়ের করেছি। আপিলে আমরা খালাস, অর্থদণ্ড স্থগিত এবং জামিন চেয়েছি। অল্প দিনের মধ্যে শুনানির উদ্যোগ নেব। এ ছাড়া বিচারিক আদালত আদিলুর রহমানকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন, যা এখনো কার্যকর হয়নি। আপিল আবেদনে সে বিষয়টিও উল্লেখ করেছি।’
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে করা মামলায় ১৪ সেপ্টেম্বর আদালত আদিলুর ও এলানকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আরও পড়ুন