হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলার ১০ বছর পর রায়, জামায়াত-শিবিরের ছয় কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার এক মামলায় জামাত–শিবিরের ছয় কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালত-২–এর বিচারক সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁরা হলেন দিদার হোসেন সজীব, মো. ইসহাক, মো. ইউসুফ আলী, মো. মুজাহিদুল ইসলাম, মো. আওরঙ্গজেব ও সুলতান মাহমুদ। সাজাপ্রাপ্ত প্রত্যেকেই রাজধানীর নাখাল পাড়ার বাসিন্দা। 

কারাদণ্ডের পাশাপাশি আদালত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। 

ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, রায়ের সময় আসামিরা সবাই পলাতক ছিলেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার পর বা কোনো আদালতে আত্মসমর্পণের পর এই রায় কার্যকর হবে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতাল চলাকালে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের ২০-২৫ জন নেতা–কর্মী একটি মিছিল বের করেন। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দিন সরণিতে নাবিষ্কোর মোড়ে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তাঁরা নাখালপাড়া সেবা সংঘ গলিতে ঢুকে জনৈক অলিউল্লাহর বাড়িতে আশ্রয় নেন। ওই সময় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। সে সময় তাঁদের কাছ থেকে ধর্মীয় উসকানিমূলক বই, চাঁদা আদায় রশিদ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তেজগাঁও থানার এএসআই আব্দুল মালেক দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। 

এরপর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করা হয়। মামলার বিচার চলাকালে ১০ সাক্ষীর মধ্যে ৯ জন আদালতে সাক্ষ্য দেন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ