হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তেজিত পরিস্থিতি। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার বর্জিত মালপত্র কেনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎আজ শনিবার বেলা দেড়টার দিকে টঙ্গীতে স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎জানা গেছে, আজ দুপুরে ওই কারখানার বর্জিত মাল কিনে নিতে যান গাজীপুর মহানগরীর (গাসিক) ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন। এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আল মামুনের বহু সমর্থক কারখানার ভেতরে যান। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেল। ছবি: আজকের পত্রিকা

কাজী হুমায়ুন বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমার প্রতিষ্ঠান নূর এন্টারপ্রাইজের মধ্যে চুক্তিপত্রের (ডিড) মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালপত্র কিনে নিচ্ছি। আজ দুপুরে আমি কারখানায় যাই। পরে আল-মামুন, কাজী মামুন, জসিম উদ্দিন, তুহিন, আদনানসহ তাঁদের শতাধিক সমর্থক কারখানার গেটে এসে গালাগাল করে কারখানার ভেতরে ঢোকে। পরে আমার লোকজন ধাওয়া দিলে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী আল মামুনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ‎টঙ্গী পশ্চিম থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে