হোম > সারা দেশ > মাদারীপুর

ইউপি নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) : মাদারীপুর জেলার শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অপরাধে ৫টি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আচরণবিধি ভঙ্গের অপরাধে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান উত্তর বহেরাতলা ইউনিয়নের নূর আলমকে ৫০ হাজার টাকা, দক্ষিণ বহেড়াতলা ইউনিয়নের হাসানউদ্দিনকে ১০ হাজার, বাঁশকান্দি ইউনিয়নের জাকির হোসেনকে ১০ হাজার, নিলখী ইউনিয়নের দিদার হোসেনকে ১০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একই দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান ভান্ডারীকান্দি ইউনিয়নের সজীব মিয়াকে আচরণবিধি ভঙ্গের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানাকৃত সবাই বিভিন্ন প্রার্থীর সমর্থক। এঁরা নির্বাচনী আচরণবিধি না মেনে প্রচারণা ও মিছিল করছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, 'চারজন ম্যাজিস্ট্রেট এর মধ্যে একজনকে চারটি ইউনিয়ন ও বাকিদের তিনটি করে ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার দুপুর থেকে তাঁরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি না মানায় প্রার্থী ও সমর্থকদের সঙ্গে সঙ্গেই শাস্তিস্বরূপ জরিমানা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত দুজন ম্যাজিস্ট্রেট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।'

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার