ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় অধিক পরিমাণে কেরোসিন তেল পানে মোকাব্বির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশুটি উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের খাল পাড় মহল্লার মোদী দোকানদার বাদল মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে দোকানের একটি নতুন কোল্ড ড্রিংকসের বোতলে রাখা কেরোসিন অধিক পরিমাণে খেয়ে ফেলে। পরে শিশু অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শিশুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদেকপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকার মো. শেফায়েত উল্লাহ জানান, বিকেল ৩টায় কোল্ড ড্রিংকস ভেবে মোকাব্বির অধিক পরিমাণে কেরোসিন খায়। এর ফলে তার মৃত্যু হয়।