নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে রিকশা, প্রাইভেট কারসহ কয়েকটি যানবাহনের সংঘর্ষে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। ফায়ার সার্ভিসের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আজ বেলা ১১টার দিকে চাষাঢ়া শান্তনা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। গাড়িচালকের নাম মো. জাহাঙ্গীর হোসেন। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক ছিলেন। তাৎক্ষণিক নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম।
স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ফতুল্লায় একটি আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম স্টেশন থেকে রওনা দেয়। পরে চাষাঢ়ায় আমাদের গাড়ি জ্যামে আটকা পড়ে। কিছুক্ষণ পর জ্যাম ছেড়ে দিলে আমাদের গাড়িচালক হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এ সময় পার্শ্ববর্তী যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। পরে আমাদের গাড়িচালককে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথিমধ্যে চালক অসুস্থ হয়ে যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দমকল বাহিনীর গাড়িচালক জাহাঙ্গীর হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন। তিনি স্ট্রোক করেছেন বলে জানতে পেরেছি আমরা।’