হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় দুটি চায়নিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি রড ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়িমুকড়ি গ্রামের মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল হাওলাদার (২৩) ও তাঁর ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখীপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন