হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় দুটি চায়নিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি রড ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়িমুকড়ি গ্রামের মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল হাওলাদার (২৩) ও তাঁর ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখীপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি