হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় দুটি চায়নিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি রড ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়িমুকড়ি গ্রামের মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল হাওলাদার (২৩) ও তাঁর ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখীপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু