হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্যতালিকা না থাকায় ফরিদপুরে মেসার্স ফরিদপুর বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা এবং মেসার্স আল মদিনা ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শনিবার দুপুরে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ ছাড়া একটি খাবার হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারে গিয়ে দেখা গেছে, নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১১০-১২০ টাকা, পুরাতন পেঁয়াজ প্রতি কেজি ১৫০-১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১০০-১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। পেঁয়াজের দাম বেশি রাখা ও মূল্যতালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ও একটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী বলেন, ‘জরিমানা করা হয়েছে। অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু