হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লার বিসিকে পোশাক কারখানায় আগুন, আহত ৩০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে বিসিকের এক নম্বর গলিতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিসিকের এক নম্বর গলির ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের বেশির ভাগই আগুনের ধোঁয়ায় ও কারখানা থেকে বের হতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ইউনিটের চালক মাঝপথে স্ট্রোক করে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে শহরের চাষাঢ়ায় এক রিকশাচালক নিহত ও ৮ যাত্রী ও পথচারী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে দমকলকর্মী নিজেও মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় লাগা আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথে চালক অসুস্থ হয়ে যান। তাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট