হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ফতুল্লার বিসিকে পোশাক কারখানায় আগুন, আহত ৩০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে বিসিকের এক নম্বর গলিতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিসিকের এক নম্বর গলির ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। তাঁদের বেশির ভাগই আগুনের ধোঁয়ায় ও কারখানা থেকে বের হতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ইউনিটের চালক মাঝপথে স্ট্রোক করে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে শহরের চাষাঢ়ায় এক রিকশাচালক নিহত ও ৮ যাত্রী ও পথচারী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে দমকলকর্মী নিজেও মৃত্যুবরণ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ফতুল্লার বিসিকে একটি শিল্পকারখানায় লাগা আগুন নেভাতে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। পথে চালক অসুস্থ হয়ে যান। তাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেট কার ও বেশ কয়েকটি রিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ