হোম > সারা দেশ > ফরিদপুর

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনিতে সন্দেহভাজন ধর্ষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

নিহত শিশু তাহিয়া। ছবি: সংগৃহীত

ফরিদপুরে তাহিয়া নামে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে তাহিয়া খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তাহিয়ার বাবা কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন। আজ বুধবার বিকেলে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। এরপর প্রতিবেশী শাহিন ওরফে হায়দার মোল্লাকে (৫৫) আটক করে। পরে তাঁর ঘরের ভেতর থেকে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় তাহিয়ার লাশ উদ্ধার করা হয়।

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা শাহিনুরের বাড়ি ঘিরে ফেলে এবং শাহিনুরকে তাদের হাতে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এবং অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত জনতা কারও কথা শোনেননি। একসময় জনতা ঘর ভেঙে ভেতরে ঢুকে শাহিনুরকে পিটিয়ে হত্যা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে, তবে উত্তেজিত জনতাকে থামাতে ব্যর্থ হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা তদন্ত করতে এসে শাহিনুরকে সন্দেহ করি এবং তার ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করি। উত্তেজিত জনতা ঘরের পেছন দিক থেকে ঢুকে তাঁকে পিটিয়ে হত্যা করে।’ তিনি আরও বলেন, ‘আমরা উত্তেজিত জনতাকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তারা পুলিশের কথা শোনেননি। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট