হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিএনপির কারাবন্দী নেতাকে গ্রেপ্তার দেখানো হলো আরও ৪ মামলায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে কিশোরগঞ্জের ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ। 

চারটি মামলার মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি এবং কুলিয়ারচর থানার দুটি মামলা রয়েছে। চারটি মামলায়ই মো. শরীফুল আলম এজাহারনামীয় আসামি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ ছাড়া কুলিয়ারচর থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত। 

এ সময় আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, মো. শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এবং বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ থেকে পুলিশ প্রহরায় মো. শরীফুল আলমকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে কিশোরগঞ্জের আদালতে আনা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির