হোম > সারা দেশ > ঢাকা

সাম্প্রদায়িক অপশক্তিই উন্নয়নের শত্রু: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাম্প্রদায়িক অপশক্তিকে রাষ্ট্র ও উন্নয়নের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের দল এবং সরকার মনে করে সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক অপশক্তি রাষ্ট্রের বিকাশ ও উন্নয়নের শত্রু। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রেও এরাই শত্রু। আজ শুক্রবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মহানগর সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীরেন শিকদার এবং সর্বজনীন পূজা কমিটির সহসভাপতি মণীন্দ্র কুমার নাথ। 

তথ্যমন্ত্রী বলেন, গত দুর্গাপূজার সময় যখন পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, বিভিন্ন পূজামণ্ডপে ও হিন্দু সম্প্রদায়ের সম্পত্তিতে হামলা চালানো হয়, আমাদের দলের নেতা-কর্মীরা তখন আপনাদের পাশে ছিলেন। 

সভাপতির বক্তব্যে জে এল ভৌমিক অভিযোগ করে বলেন, বলা হয় আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল। অথচ যত জায়গায় আমরা হামলার শিকার হয়েছি সেখানে ঘটনার সময় কিংবা ঘটনার পরেও কোনো আওয়ামী লীগ নেতা আসেননি। আমরা যাওয়ার পর তাঁরা এসে দুঃখ প্রকাশ করেন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার সব হয়ে যায়। বিষয়টা এমন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আস্তে আস্তে এ দেশ থেকে চলে যান। 

বীরেন শিকদার বলেন, এ দেশে যখন নির্বাচন আসে তখনই হিন্দু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েন। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এখনো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারিনি। বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়ে কোনো নির্বাচন এখানে হয় না।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল