হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৪ বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। একই মামলায় খালাস পেয়েছেন আরও দুজন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম হৃদয় (৩৬) উপজেলার মুইরাব এলাকার বাসিন্দা। রায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। খালাসপ্রাপ্তরা হলেন মাসুদ রানা ও বুলবুল।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘২০০৯ সালের ৯ আগস্ট আসামি শফিকুল ইসলাম হৃদয় পূর্বশত্রুতার জেরে ওই তরুণীকে ধরে এনে মুইরাব এলাকার একটি নির্জন স্থানে ধর্ষণ ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের বাবা প্রথমে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগপত্র তিনজনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।’

আদালতে পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রায় ১৪ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক