হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ট্রাকের চাপায় রুকনুজ্জামান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের টাঙ্গাইল শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হুমায়ূন রশীদ (৪০) নামের অপর একজন আহত হন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত রুকুনুজ্জামান রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইলে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত হুমায়ূন রশীদ (৪০) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। 

টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে (কাগমারী কলেজ মোড়) পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় আহত হয় আরও একজন। স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে দেয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ